মন রাঙিয়ে দোল খেলি আয়
-পুষ্পিকা সমাদ্দার
∼∼∼∼∼∼∼∼∼∼∼
শিমুল পলাশ কৃষ্ণচূড়া,
দোল ফাগুনে করবে খেলা।
দোল লাগবে হৃদয় মাঝে
রঙিন হবে সারা বেলা।
ফাগুনের রঙে মন মিশিয়ে,
যাবো মোরা রঙের দেশে।
দখিনা বাতাসে উড়িয়ে আবির
সাজবো সবাই রঙিন বেশে।
বর্ণীল যে ধরণী তার সুবাস
ছেয়ে ওই আশমানে,
রাঙা আবিরে হৃদয় উতলা
রং খেলি আয় সবার সনে
দোল লেগেছে মনে প্রাণে
ও মধুর বিন্দাবনে,
কৃষ্ণরাধা যুগলে খেলে
সখীরা আকিঞ্চনে।
অন্তর রঙিন হয়ে উঠেছে
হরেক রঙ অবলোকনে,
আয় রে আজ রং মাখি
একে অপরের সনে।
ওরে গৃহবাসী থাকিস না
আর তোরা ঘরে,
হরেক রং ছড়িয়ে যে
দোল লেগেছে প্রকৃতির পরে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি–
আমি পুষ্পিকা সমাদ্দার বর্তমান নিবাস কলকাতা নাকতলা অঞ্চলে সামান্য গৃহবধূ,শৈশব কৈশর ডুয়ার্সে অতিবাহিত হয়েছে ডুয়ার্সে লেখাপড়ার পাঠ চুকিয়ে কলকাতায় রয়েছি চৌদ্দ বছর সাহিত্য বড় ভালো লাগে, সাহিত্যকে জীবনের সনে জড়িয়ে নিয়েছি কবিতা গল্প পড়তে ভীষণ পছন্দ করি তার সঙ্গে সঙ্গীতচর্চা করি নিয়মিত, সেবামূলক কাজ করতে ভালোবাসি সেই কারণে একটা ছোটো সংস্থা পরিচালনা করে থাকি আরও কয়েকজন একত্রে।