বাংলার বিচিত্র খেলা
-অমর দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
বঙ্গের মাঝে চলছে দেখো কতো খেলা।
বঙ্গ মাঝে চলছে দেখি রকমারি মেলা।
নেতারা মেতেছে নানা রঙের খেলায়,
মূল্যবোধ যে স্তব্দ নীরবে মরে হেলায়।
গরীবদের লয়ে চলছে রঙের খেলা,
খাদ্য পায়না ওরা দুমুঠো দুই বেলা।
শিক্ষিত যে চাকরী লাগি ছুটে বেড়ায়,
নেতা-খেলায় সে অকালেই ঝরে যায়।
অসুস্থ মানুষ যবে পায়না চিকিৎসা,
তথ্যের চুরি খেলা নেতাদের ভরসা।
মিডিয়ায় বসে নেতা খেলছে খেলা,
মরছে কত লক্ষ,শাসক করছে মেলা।
শোসক যে মাতে হিন্দু মুসলিম খেলায়,
ধর্মের নামে রাজনীতি মানুষ অসহায়।
বৃদ্ধ পিতা মাতা আজ বড়ো অসহায় ,
সন্তানের চতুর খেলায় বৃদ্ধাশ্রমে যায়।
নারী লয়ে খেলে ধর্ষক শাসক নীরব,
শাসক চুপ! তাই ধর্ষকেরা আজ সরব।
ভোটে নেতা দেখায় কত স্বপ্নের খেলা,
নেতা হারায় আর ফুরায় ভোটের মেলা।
সুস্থ হতে গরীবরা আসে হাসপাতালে।
ওরা তাদের সাথে ব্যবসার খেলা খেলে।
লক্ষ লক্ষ অর্থ যবে না পারে দিতে তারা,
মৃতকে আটকে স্বভাব অর্থ আদায় করা।
বঙ্গে চলছে যে দেখো খেলা অমানবিক,
বিশ্বাস ভাঙ্গে মানুষের নেই সে মানবিক।
প্রতিবাদ কর সবে মানবজাতির তরে,
উড়িয়ে দাও পাপ যত প্রতিবাদী ঝড়ে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
::কবি পরিচিতি::
নাম:-কবি অমর দাস, ডাঃ শচীন সেন রোড,কাঁঠালপোতা। সৃজনী আবাসন। পোঃ-ঘূর্ণী(কৃষ্ণনগর) শহর-কৃষ্ণনগর। জেলা-নদিয়া।পিন নম্বর -741103 রাজ্যের নাম-পশ্চিমবঙ্গ। দেশের নাম-ভারতবর্ষ।
- আমার কবি পরিচিতি:-জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়াতে। ঘটনাচক্রে 1966 সালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে চলে আসা এবং বর্তমানে এখানেই স্থায়ীভাবে বসবাস করা। ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে। কিন্তু আজকের মতো নিজেকে তুলে ধরার মতো কোনো মাধ্যম ছিলোনা। বর্তমানে পারিজাত সাহিত্য পত্রিকা, প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা, ভাবনা, আনন্দলোক,আনন্দমঠ, কোলকাতা সাহিত্যাঙ্গন প্রভৃতি অনেক সাহিত্য পরিবারের নিয়মিত কবিতা লিখি। বিভিন্ন সাহিত্য পরিবার থেকে বহু সাম্মানিক সনদ পেয়েছি।