রক্তাক্ত রাজপথ
-সিরাজুল ইসলাম মোল্লা
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
এই সেই রক্তাক্ত রাজপথ, এখানে ঝরেছে কত যে রক্ত,
আজও ঝরছে, ঝরবে হয়তো, এত সিক্ত, তবু না শান্ত।
যুগে যুগে দিয়েছে প্রাণ রাজপথ, করতে নৃ সত্যকে মুক্ত,
সালাম বরকত হতে মিলন নূর হোসেন কত স্বদেশ ভক্ত।
অনাচার অবিচার প্রকম্পিত রাজপথে কান্নার মর্মধ্বনি,
শোষক শোষণের রোলার চালায় রুদ্ধ করতে বজ্রধ্বনি।
কে রোধে, কে রোধতে পারে তারে, ঐ পিঠ যখন ঠেকে,
দানবের নাগপাশ ছিড়ে লক্ষ্যার্জনে ছোটে মুক্তির দিকে।
লাঞ্ছনা বঞ্চনা প্রতিকারে দুর্বার প্রতিবাদ প্রতিরোধ কত,
সাম্যাধিকার-স্বাধিকার আন্দোলনে বড় উত্তপ্ত রাজপথ।
আছে শত শত শ্লোগান মিছিলের ইতিহাসের সাক্ষ্য হয়ে,
বুড়িগঙ্গা হতে বঙ্গোপসাগর কত মহা আত্মার রক্ত বয়ে।
সমাজের সুসভ্য মানুষ রূপী ঐ ক্ষমতার উচ্চাশনে বসে,
এসি গাড়ি চড়ে সুখ নিদ্রায় ঘুমিয়ে শোষণের মন্ত্র কষে।
সংঘটিত খুন ধর্ষণ ছিনতাই হতে মুক্তির সভা রাজপথে,
গণ মরণ আন্দোলন মূলে ক্ষমতার পালা বদল করতে।
বৈষম্যের কষাঘাতে রাজপথে কত ফুল কলিতেই ঝরে,
পিষে মরে কত মানব অনাহার অর্ধাহারে রাজপথ ধরে।
সাম্যের রক্ত বিহীন মুক্তির প্রতীক্ষায় আজও প্রতিক্ষিত,
মিছিলের রাজপথ কবে হবে মুক্ত ভালোবাসা শোভিত।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।