স্বপ্নচারিনী
-মানস দেব
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
শীত ঋতুর গা ঘেঁষে
দাঁড়িয়ে আছে বসন্ত রানী ।
অনেক ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে
প্রকৃতিতে পদার্পণ করেছে স্বপ্নচারিনী ।
স্বপ্নচারিনীর আগমনে
প্রকৃতি সেজেছে আপন মনে ।
কৃষ্ণচূড়ায় লেগেছে রঙিন আভা
কোকিলের কুহুকিনী ডাকে
হৃদয়ে হয়েছে যে পাগল পারা ।
শিমুল – পলাশ সেজেছে লাল অভরণে
শুষ্ক পত্র ঝরিয়ে বৃক্ষ দল
সবুজে সবুজ হয়েছে হৃদয় স্থল ।
বসন্ত রানীর সোনার কাঠির জাদু স্পর্শে
নর – নারী হয়েছে তিলোত্তমা ;
শীতের রুক্ষতা – শুষ্কতা শেষে
হৃদয় ক্রন্দসীতে বহে মন ফাল্গুন ধারা ।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি –
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামের জন্ম । বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । কর্মসূত্রে রায়গঞ্জ নিবাসী। প্রথম কাব্যগ্রন্থ ” অনুভব “।