প্রেয়শীর চাইতে কফি প্রিয়
-আবুল হাসমত আলী
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আমি কি তোমাকে ভাবতে পারি প্রেয়শীর সাথে?
প্রেয়শীর উষ্ণ ঘনিষ্ঠতা মনে দেয় দোলা,
তার চপল স্বভাব, দুলকি চালে চলা,
তার চোখের চাহনি সত্যি দেখে মন মাতে।
কিন্তু তোমার সান্নিধ্যে সব ম্লান হয়ে যায়_
তোমার স্বাদ গ্রহণে আমি অসম্ভব সুখী,
তোমাকে ছাড়া হৃদয় মনে হই আমি দুঃখী,
তুমি যে কফি, তোমায় চুমে সুখ খুঁজে পায়।
প্রেয়শীর ভালোবাসা থাকে না সব সময়ে_
সময়ের সাথে সাথে প্রিয়া খুব বদলে যায়,
প্রিয়াকে নিয়ে বহু সমস্যা আসে সর্বকালে।
কিন্তু মান্নাদের কন্ঠে তুমি আছো স্থায়ী হয়ে,
তোমায় ছাড়া শীতের আড্ডা জমে অলসতায়,
তোমার ঘনিষ্ঠতা জীবনকে বাঁধে কালে কালে।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।