পলাশ প্রিয়া

-শান্তি দাস

≅≅≅≅≅≅≅≅≅≅≅

প্রকৃতির খেয়ালে লালিমায় ভরে শিমুল পলাশ,

ঋতুরাজ বসন্ত এলো এলো প্রিয় ফাগুন মাস।

পলাশ প্রিয়া মাগো আমার বিদ্যেবতী মা!

এই অন্ধকার প্রাণের পরে জ্বালাও জ্ঞানের শিখা।

কিংশুক নাম তার বেশি পরিচিত পলাশে,

নির্গন্ধা ফুল হলেও অপরূপ সৌন্দর্যের প্রতি ভাসে।

নিত্য পূজায় না লাগলেও সে যে মা সরস্বতীর বড় প্রিয়,

বিদ্যেবতীর পূজোয় হাতে পলাশ লাগে দারুন রমনীয়।

পলাশের বৃক্ষ শাখায় কোকিল ধরে কুহু তান,

কত শত প্রস্ফুটিত ফুলের খায় মধু করে সবে গুঞ্জরণ।

হৃদয় মাঝে দীপ্তি জাগুক সুপ্ত প্রাণে তোমার আবাহনে,

ছন্দে সুরে রঙে গাঁদা ফুটুক পলাশ ভরুক শাখে।

হৃদয় মাঝে চরণ রাগো মাগো স্পর্শে তোমার করুণা,

তোমার আশীষ ধারা বয়ে যাক নিরন্তর শ্বাশত প্রেরণা।

ফাগুনের শুক্লপক্ষে সরস্বতী মায়ের চরণে,

মায়ের আরাধনায় আকুল মনে পলাশ প্রিয়া স্মরণে।

বসন্ত প্রিয়ারে ঘায়েল করেছো তোমার রূপের লাল আগুনে,

শিমুল পারুল বকুল পলাশের সনে ভরা বাহারী ফাগুনে।

প্রেমের আগুনে দোল উৎসবে পলাশ প্রিয়া হবো,

লাল লাল হয়ে সিঁথি রাঙিয়ে তোমারই প্রেমে রবো।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

পরিচিতি-

শান্তি দাস, এম এ এডুকেশন (কল্যাণী বিশ্ববিদ্যালয়, নদীয়া), বিষয় শিক্ষকা(সরকারি বিদ্যালয়) খোয়াই, আগরতলা।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*