দশভূজা নারী

-শিবানী সাহা

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

সর্ব কর্মে পারদর্শী নারী

এগিয়ে সকল কাজে,

সারাদিন কর্ম ক্লান্তির পর

ঘরে ফেরে সাঁঝে।

ঘরে ও বাইরে আজ তারা

সব সামলায় এক হাতে,

কাঁধে কাঁধ মিলিয়ে চলে তারা

সর্বক্ষেত্রে পুরুষের সাথে।

ঘর সংসার সন্তান পালন

রোজগার সব করে তারা,

তাদের মুখের বুলি কেড়ে নিয়েছে

নারীকে অবলা বলতো যারা।

নারী হলো দুর্গা রূপী দশভূজা

এক হাতে সব সামলায়,

আত্মসম্মান রক্ষার্থে অন্যায়ের বিরুদ্ধে

প্রতিবাদী হয়ে রুখে দাঁড়ায়।

জল স্থল আকাশ সবখানেতে

নারীর অবাধ বিচরণ,

সর্ব কর্মে এগিয়ে নারী আজ

আত্ম তৃপ্তিতে ভরে মন।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি শিবানী সাহা। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। ছোট থেকে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া। কবিতা পড়তে ও লিখতে ভালবাসি। আমি একজন গৃহবধূ। সংসারের কাজের মাঝেই সময় পেলে সাহিত্য চর্চা করি। আমার লেখা পাঠকের ভালো লাগলেই আমার লেখার সার্থকতা।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*