পুষ্পরানি

-মোঃ হাসানুজ্জামান

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

পুষ্প কাননে ফুটে আছো তুমি,

হাজার হাজার ফুল কলিদের সাথে,

হাসি আর গানে মেতে আছো সবাই,

মায়া মমতায় মিলেমিশে আনন্দ উল্লাসে।

রং বে রঙের বাহারি রঙের সাজে,

সেজে আছে সবাই এই ধরণী মাঝে,

তাদের সাথে রূপের পশরা সাজিয়ে,

অপরূপা তুমি হয়ে আছো রূপের রানী।

গোলাপী আভার লাল পেড়ে শাড়ি জড়িয়ে গায়ে,

ঢেকে রেখেছ অঙ্গ খানি,

হাজার হাজার ফুলের সুঘ্রাণ ভেসে আসে,

কানন কুঞ্জ হতে বাতাসের সঙ্গে মিশে।

ক্লান্ত পথিক ক্লান্তি নিয়ে ছুটে চলে অজানায়,

কোথায় গেলে সুখ খুঁজে পাবে

শান্তি-কোন ঠিকানায়?

হঠাৎ করেই ভেসে আসে কানুন কুঞ্জ হতে,

সেই বিমোহিত সুঘ্রান।

ক্লান্ত পথিক প্রান জুড়ায় শান্তি পাই মনে,

সেই সুঘ্রাণ গায়ে-গতরে মেখে।

সারাদিন সারারাত ভেবে যায় মালি,

মনের মাঝে স্বপ্ন বোনে রাশি রাশি,

কতটা যত্নে কতটা ভালোবাসার আবেশে,

ভরিয়ে রাখবে তোমার কোমল হৃদয়খানি।

ময়লা আগাছা হতে দেবে না একটুও,

তোমার আশেপাশে ধারে কাছে,

পোকা-মাকড় কীট-পতঙ্গ যদিও আসে,

তাও সরিয়ে দেবে যত্নে ভালোবেসে।

পুষ্প কাননের রাণী হয়ে আছো,

সুন্দর শ্যামলীমায় ঘেরা এ ভুবনে।

তোমার রূপে তোমার সুবাসে বিমোহিত প্রকৃতি,

সেজে আছে নানান বর্ণে নানান ঢঙে,

যে যাই বলুক যে যাই ভাবুক

হৃদয়ের গভীর কোণে,

পুষ্প কাননে হয়ে রবে তুমি

পুষ্পরানি চিরদিন চিরকাল ধরে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতিঃ

নামঃ মোঃ হাসানুজ্জামান, জন্মঃ ০১-০৩-১৯৮৪ইং, প্রভাষক ( ভূগোল ও পরিবেশ ), রাধাকান্ত পুর উচ্চ বিদ‍্যালয় ও কলেজ, পোঃ বেরিলা বাড়ি, থানাঃ লাল পুর, জেলাঃ নাটোর, রাজশাহী বাংলাদেশ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*