হৃদয় পোড়ার গন্ধ

-মাই ফেয়ার চৌধুরী

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

এই শহরের রন্ধ্রে রন্ধ্রে হৃদয় পোড়ার গন্ধ,

বাতাসে পোড়া গন্ধে স্বস্তির নিঃশ্বাস নেয়া বন্ধ।

পায়ে পা মিলে চলতে গেলে হয় পতন ছন্দ,

গোলক ধাঁধা চক্রে চারদিক ঝাপসা অন্ধ।

বিচিত্র মানুষ-বিচিত্র মুখ-আচরণে ভিন্ন!

সৌজন্য-সোহার্দ মন আদান-প্রদান সংকীর্ণ,

সময়-সুযোগ-সুবিধের রং বদলে হয় বিবর্ণ

হৃদয়ের আর্তনাদ পৌঁছে না কোন কর্ণ।

হয়তো ফিরবো না আর পরিচিত এই শহরে,

দেখা হবে না পরিচিত মুখ গুলোর সাথে।

কোনদিন জানা হবে না কারো কুশলাদি,

অপেক্ষার হিসাব কষবে না কেউ অব্দি।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

মাই ফেয়ার চৌধুরী, মাতা-লায়লা বেগম, পিতা-রমজু চৌধুরী, ডাক-বন্দর, ডবল মুরিং সি,ডি,এ আবাসিক এলাকা, আগ্রাবাদ-চট্টগ্রাম। ফেসবুক বন্ধুদের অনুপ্রেরণায় লেখালেখি। লেখার হাতে খড়ি খুবই অল্প সময়,ভাবনার অনুভূতি গুলো কাব্যিক আকারে প্রকাশের চেষ্টা মাত্র,লেখা লেখির পাশাপাশি অজানা কে জানার আগ্রহ।ভ্রমণ,গান শোনা,ছবি তোলা আর বন্ধুদের সাথে চুকিয়ে আড্ডা মারার অভ্যাস।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*