উৎসব
-বিমান বিশ্বাস
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
যেখানে মিশেছে নীল রঙেন রুমাল
কাকভোরে উড়ে আসে আবিরের ঘ্রাণ
ফিরতি হাওয়া মাখে উঠোনের ঘাসে
বসন্ত বুঝি আজ “জাগ্ৰত দ্বারে”।
ফাগুন পাঠায় চিঠি লাল নীল খামে
চৈত্রের দুপুর নাচে প্রচন্ড আবেগে
উষ্ণ ঠোঁটের ছোঁয়া গোধূলিকে ঘিরে
রাঙা আকাশে ওড়ে প্রজাপতির দলে।
যা কিছু চাওয়া পাওয়া পলাশের বনে
প্রেম এসে ধরা দেয় চোখের কাজলে
শিমুলের সাদা মেঘ নিভৃত যতনে
কৃষ্ণচূড়া ফুলে তারা ফুলশয্যা পাতে।
ভালোবাসা কাছে আসে কবিতার বাসরে
লুকোচুরি খেলে তারা বাঁচার তাগিদে
নতুনেরা ঢেউ তোলে রাঙা বরষায়
পুরাতন স্মৃতি হয় বসন্তের ছোঁয়ায়।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
বিমান বিশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। লেখালিখি করোনা কালীন সময়ে রক্তে মিশেছে।তার বুদ্বুদে ভাবনা কিছু ভাবায়। কিছু চেষ্টা করি লিখতে। সকলের অনুপ্রেরণা লিখতে বাধ্য করে।