সভ্যতার রঙ্গমঞ্চ
-স্বপন গায়েন
∞∞∞∞∞∞∞∞∞∞∞
পাড় ভাঙছে নদীর –
ডুবে যাচ্ছে ঘরবাড়ি জীবনের রঙিন বসন্ত
হৃদয়ের পাড় ভাঙছে নীরবে
নিভৃতে বয়ে চলে নদী স্রোতহীন।
কান্না জমতে জমতে পাথর হয়ে যায়
একঝাঁক প্রজাপতি উদাত্ত কন্ঠে বেহাগের সুরে গান গায়
দখিনা হাওয়ায় ঝরে যায় গাছের হলুদ পাতা
হৃদয় খুঁড়ে লিখে রাখে মানুষের অব্যক্ত যন্ত্রণা।
সভ্যতার রঙ্গমঞ্চ থেকে দাসত্ব কাটে না
অন্তরের গোপন ইচ্ছেগুলো হারিয়ে যায়
অলৈকিক আঁধারে
কোথায় আলো কোথায় বাতাস …
দু’চোখ জুড়ে ধূসর ক্যানভাসের রঙ।
আজীবন সংগ্রাম করে বেঁচে আছে মানুষ
সভ্যতা মুখ ফিরিয়ে –
স্বপ্নের রঙ বদলে যাচ্ছে ক্রমশ যুদ্ধের রঙের মতো
সভ্যতার হাত ধরে কবে হাঁটতে শিখবে বিধ্বস্ত মানুষ!
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি – স্বপন গায়েন, ঠিকানা – গ্রাম – রঘুনাথপুর, পোষ্ট – বীরেশ্বরপুর, থানা – মন্দিরবাজার, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক। বাবা ছিলেন পোষ্ট মাস্টার। মা গৃহবধূ।