তুমি আসতে পারো

-অরবিন্দ মাজী

≅≅≅≅≅≅≅≅≅≅≅

তুমি উড়ে আসতে পারো গাঙচিল

হয়ে আমার উঠোনে,

হাড়াই নদী পার হয়ে কদমডিয়া

জঙ্গলের পূর্ব কোনে।

তুমি উড়ে আসতে পারো গাঙচিল

হয়ে জয়চণ্ডী পাহাড়ের,

উপর দিয়ে আমার স্বচ্ছ উঠোনে

উপেক্ষা করে জাড়ের।

তুমি উড়ে আসতে পারো গাঙচিল

হয়ে আমার উঠোনে,

ঝঁপড়া বাগানের গাছেদের উপর

দিয়ে আপন মননে।

তুমি উড়ে আসতে পারো গাঙচিল

হয়ে পশালকুড়া দিয়ে,

আমার সুন্দর নিকোনো উঠোনে

তোমার শাবক নিয়ে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

আমি, কবিতা ছাড়াও গল্প, ও প্রবন্ধ লিখি, জন্ম ০৩/০৮/১৯৫৭, পশ্চিমবঙ্গে, অবসরপ্রাপ্ত কলেজ গ্রন্থাগারিক।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*