প্রিয়া
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈≈≈
আকাশের দিকে তাকালে
আকাশের বিশাল উদারতা
অন্তরে বিরহ জাগে,
সাগরের দিকে তাকালে
সাগরের অজানা গভীরতা
ব্যথা দেয় অনুরাগে।
পাহাড়ের দিকে তাকালে
পাহাড়ের কঠিন জড়তা
হৃদয়ে বেদনা লাগে,
প্রিয়ার দিকে তাকালে
প্রিয়ার দু’চোখের মমতা
ফুল ফুটে হৃদয় বাগে।
সে আমার সাহিত্য
তার এমন সরলতা
পাইনি কখনো এর আগে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ), মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী, চট্টগ্রাম বাংলাদেশ।
কবি নিয়মিত লেখালেখির মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন কবিতার পাতা সাহিত্য গ্রুপে। কবি
সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন যেন বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করতে পারেন।