ছবির মতন গাঁ
-সিরাজুল ইসলাম মোল্লা
ººººººººººººººººººººººº
আজকে নীল আকাশে সাদা মেঘের ভেলা,
হাটু জলে ছেলেরা সব বিলে করছে খেলা।
শাপলা শালুক তুলে, ঝাঁপ মারে ডালে চড়ে,
এপাড়া হতে ওপাড়া যায় কতক নায়ে চড়ে।
অদূরে কলমিলতার পাশে কচুরিপানা ভাসে,
আঁকাবাঁকা মেঠোপথ ঘাসে সূর্যালোক হাসে।
অপরাহ্নে তাল পারে গাছালি তালগাছ হতে,
নগ্ন চুলে কলসি কাখে যায় বধু গাঁয়ের পথে।
পাশের বাড়ির কন্যা-বধূ শাক টোকায় ক্ষেতে,
ধান ক্ষেতের পাশেই বাজায় বাঁশি রাখালেতে।
তাল, খেজুর, নারকেল, সুপারী গাছের সারি,
অপলক চোখে হাসিমাখা মুখে দেখতে ভারী।
সান বাঁধানো ঘাটে আলতা রাঙা পায়ে ঝুমুর,
লাল পেড়ে সাদা শাড়িতে কন্যা বড়ই সুন্দর।
মাথায় টিকরি, কানে দুল, হাতে চুড়ি কন্যার,
মনোহর মিতালি গড়ে দিগন্ত সিক্ত ভাবনার।
আকাশে সূর্যের পড়ন্ত লালিমা- আবির রাঙা,
নীচে সবুজ অরণ্য যেন করে কবি মন চাঙা।
বর্ষা জলে দাঁড়িয়ে হিজল ফুলে ফুলে সাজে,
মনঃপুত ছবির মতন গাঁ’টা যে সকাল সাঁঝে।
ººººººººººººººººººººººº
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।