ফাগুনের ডাক
-সত্যজ্যোতি রুদ্র
∞∞∞∞∞∞∞∞∞∞∞
এলো নীড়ে ফাগুন ঘিরে রং ছিটানো ফুল,
প্রণয় রাঙা আগল ভাঙা নয় কো মনের ভুল।
ফাগুন সেতো আবেগ মাখা দোদুল দোলা মন,
ব্যাকুল হৃদে আকুল করা ভালোবাসার ধন।
পলাশ রাঙায় আবীর রঙে রাঙায় হিয়ার চর,
ঢেউ খেলানো মলয় বাতাস বাসন্তী সাজ ঘর।
কৃষ্ণচূড়া-সিঁথি রাঙায় আকাশ রাঙায় নীল,
রবির অস্তরাগে রাঙায় উড়ন্ত গাঙচিল।
হেরি রূপের ঝর্ণাধারা জলতরঙ্গের সুর,
রাঙামাটির অঙ্গে মাখা সোনালি রোদ্দুর।
উদয় রবির পাঠশালাতে ভৈরবী সুর-তান,
কুহক কণ্ঠে ভেসে আসে মিষ্টি-মধুর গান।
বৃক্ষরাজির নবীন সজ্জায় পাতা-কুঁড়ি ফল,
বন-বনানীর অঙ্গ শোভায় কাঁকন-চুড়ি মল।
পুষ্প -পল্লব মঞ্জরিত তাজা সতেজ প্রাণ,
পাতা ঝরা দিনের মাঝে শীতোষ্ণতার ঘ্রাণ।
কিশলয়ের ঘুম ভাঙানো রবির আলোক বান,
কুসুমিত গন্ধে ভাঙে বনদেবীর সে ধ্যান।
সকাল-বিকেল রূপের ছটায় শস্য শ্যামল মাঠ।
দিক দিগন্তের স্নিগ্ধ আভায় রবির চারুপাঠ।
পুষ্পরেণুর সোহাগ মাখা নুইয়ে পড়া ডাল,
ঋতুরাজের সং সাজানো চৈতালী হালচাল।
পাখি ডাকা সৌরভ মাখা নবীন দিনের ডাক,
বাসন্তিকার রূপের নাগর আবীর রাঙা ফাগ।
কাব্য কথার উঠোন জুড়ে ফাগুন দিলো ডাক,
মনের কথা ছবির মতন আঁক কবি তুই আঁক।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ-
সত্যজ্যোতি রুদ্র (সহকারী শিক্ষক),
কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার,
চকোরিয়া,কক্সবাজার।।