ফুলের অভিসারে
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ফুলের অভিসারে কুঞ্জবনে বাতাস বহে যেন ধীরে ধীরে,
ঝরা ফুল গুলো পড়ে আছে, মৃত্তিকায় নীরব বক্ষ ঘিরে।
নির্মল সূর্য করোজ্জ্বল দিবসে কাব্য লিখেছে তব ধরণী,
পুণ্য পীযূষ প্রভাতে, তব তপোবনে বাজে কোন রাগিণী।
কোন সে আলো লাগলো ওই চোখে, জুড়ালো তব মন,
কল্পনায় কেন কাঁদে মন চোখের জলে ভেজে ফুল বন।
সত্যের মাঝে, নিজেকে রেখেছে প্রকৃতি যেন চিরবন্ধন,
বর্ষার সন্ধ্যায় একলা নির্জনে তবু এলো মনেতে ক্রন্দন।
প্রভাতের আকাশে মেঘের খেলা, তবু এলো কিরণ,
মেঘলা প্রভাতে দিয়ে গেল এ কুঠিরে নীরব সমীরণ।
ধ্রুবতারা জ্বলে, নীলিমার মাঝে নীল আকাশ মঞ্জিলে,
রাতের প্রকৃতি করে যেন আনন্দ, ওই আকাশ নীলে।
সন্ধ্যাবেলায় আঁধার বিলাসে, জোনাকি এলো অরণ্যে,
আঁধারের বিজয় মালা, শুধু যেন এ জোনাকির জন্যে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ