শিরোনামহীন কবিতা

-শেখ নুর মোহাম্মদ কাইফ

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

পৃথিবীর যে নির্জন পথে তুমি কখনো হাঁটোনি তা আমার হৃদয়।

যে মহাশূন্যে ভাসোনি কখনো তাও আমার হৃদয়।

বুঝবে কি করে,সবাই তো আর সবকিছু বুঝেনা।

যেমন মন থাকতেও সবাই সব কিছু আলিঙ্গন করে না।

বরফের প্রেমে পড়ে হিমালয়ের চূর্ণবিচূর্ণতা হয়তো দেখেছো।

প্রখর রোদের প্রেমে পড়ে বিলের জলকে শুকিয়ে যেতেও হয়তো দেখেছো,

সাগরের প্রেমে পড়ে নদীকেও হারিয়ে যেতে হয়তো দেখেছো।

তবু তোমার প্রেমে পড়ে আমার হৃদয়ের বিভৎস ক্ষতটাকে হয়তো দেখোনি।

ভালো না বাসাটা অপরাধ হতে পারে,ভালোবাসাটা নয়তো ভুল

তাই তোমায় ভালোবেসেছি

প্রানেশ্বরী কাশফুল।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

নামঃ-শেখ নুর মোহাম্মদ কাইফ। পেশাঃ- শিক্ষার্থী। জন্মস্থানঃ-ঢাকা,বাংলাদেশ। লেখালেখিঃ-কবিতা,উপন্যাস। প্রকাশনাঃ- একটি বিচ্ছেদের গল্প,যৌথপ্রকাশিত তুই তোকারির কাব্য -৩,৪,যৌথপ্রকাশিত কবিতার পৃথিবী লিটল ম্যাগাজিন শখঃ-ক্রিকেট খেলা,অবসরে কবিতা পড়া ও লেখা। উদ্দেশ্যঃ-প্রচলিত ধারার জীবনও জীবীকা এবং প্রচলিত ধারার সাহিত্য পরিবর্তন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*