সম্পর্ক
-অমরনাথ ঘোষাল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
যোগের সাথে গুণের সম্পর্ক,
সম্পর্ক নেই বিয়োগের,
উৎসাহে জন্ম যোগকর্মের,
নেই সম্পর্ক বিভাগের।
লাইভের ওপারে আছে যাহারা,
ভাবিতেছে আছে দূরে,
মন সম্পর্ক এতই মধুর ,
যোগসূত্রে মনটা ভরে।
সঙ্গীতে শিল্পী করে নিমন্ত্রণ,
হয়না কোনো ব্যতিক্রম,
শিল্পীর সেথা মহিমা প্রকাশ,
প্রকৃতি করে অতিক্রম।
সঙ্গীতে মুখর আকাশ বাতাসে ,
তাহাতেই মহিমা প্রকাশে,
মনের গরিমা সেথায় বিকাশে,
যোগসূত্র তাঁহার সকাশে।
নাচে গানে আছে সম্পর্ক,
দর্শক দেখে ভঙ্গী,
কর্তব্য পালনে গড়ে সম্পর্ক,
শতাধিক হয় সঙ্গী।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি –
অমরনাথ ঘোষাল, প্রাক্তন প্রধান শিক্ষক, মেদগাছি উঃ মাঃ বিদ্যালয়, ও বৃদ্ধপাড়া জনকল্যাণ বিদ্যাপীঠ , Best Achievers Award -2022.(Winner) Magic Book of Records, (5433).