প্রকৃত পূজো
-অভিজিৎ দত্ত
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
ঠাকুর পূজো করি আমরা
কত ভক্তি ভরে
কখনও কী প্রশ্ন এসেছে মনেতে
ঠাকুর কী চাইছে
আমাদের কাছেতে?
ঠাকুর পূজা উপলক্ষ্যমাত্র
আসল লক্ষ্য মনুষ্যত্বের জাগরণ
সেটা যদি করতে না পারি
তবে বৃথা পূজার এই আয়োজন।
গরীব, সাধারণ মানুষ
যাদের শ্রমে সভ্যতা চলছে
তাদেরকে বঞ্চিত রেখে পূজো করার মধ্যে
কোন সার্থকতা কী আছে?
তাই পূজার সময় আমরা সকলে
ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করি
আমরা যেন তোমার আর্শীবাদে
প্রকৃত মানুষ হতে পারি।
তবেই সার্থক হবে ঠাকুর পূজা
যার মাধ্যমে আমরা করতে পারি
দরিদ্র নর-নারায়ণের সেবা।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
লেখক পরিচিতি-
অভিজিৎ দত্ত, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম। পিতা স্বর্গীয় রঞ্জন দত্ত ও মাতা গায়ত্রী দত্ত। কবি, শিক্ষক,সাংবাদিক ও সমাজসেবী।।স্কুল জীবন থেকে লেখালেখির শুরু।একাধিক পত্র, পত্রিকায় লিখেছেন বা লিখে চলেছেন। ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থে এ পর্যন্ত পাঁচটি বই এ তার লেখা বেরিয়েছে।তার নিজস্ব কাব্যগ্রন্থ, কাব্যের ঝংকার, কাব্যের ঝড়,ও কাব্যের ঝর্ণা এবং প্রবন্ধের বই চেতনা ২০২২সালে বেরিয়েছে।২০২৩সালের জানুয়ারিতে দুটি কাব্যগ্রন্থ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার সম্ভার ও সেরা কবিতার সম্ভার প্রকাশিত। লেখালেখির ও সমাজসেবামূলক কাজের জন্য একাধিক পুরষ্কার, শংসাপত্র ও সম্মাননা পেয়েছেন ও পাচ্ছেন।