বঙ্গবন্ধু
-আশীষ খীসা
∞∞∞∞∞∞∞∞∞
বঙ্গবন্ধু তুমি হলে
বাবা-মায়ের খোকা,
পাক বাহিনী দিতে পারেনি
তোমায় ধোঁকা।
বঙ্গবন্ধু তুমি হলে
জাতির পিতা,
বাংলা কোটি জনতার
পরম মিতা।
বঙ্গবন্ধু তুমি হলে
বিখ্যাত এক বীর,
বিশ্ববাসী শ্রদ্ধা জানাই
নত করে শীর।
বঙ্গবন্ধু তুমি হলে
বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,
প্রাণভরে দোয়া করেছিল
তোমায় স্বয়ং স্রষ্টা।
বঙ্গবন্ধু তুমি হলে
বাংলাদেশের রূপকার,
তোমার নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে
পাচ্ছে মানুষ উপকার।
বঙ্গবন্ধু তুমি হলে
স্বাধীনতার ঘোষক,
তোমার বজ্রকণ্ঠ শুনে
ভয় পেল পাকিস্তানী শোষক।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি :
কবি আশীষ খীসা , পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা,উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান। তার যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।