কবিতা দিবসে কবিতাকে ভালোবেসে
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
চিরাচরিত নিয়ম মেনে কবিতা দিবস
জানি আজকের দিনে,
জীবনের একটি দিনও চলে না
কবিতার ছন্দ বিনে।
কবিতা মনের গোপন ভাষা
স্বপ্ন জাগায় মনে,
মনের মাধুরী শব্দ চয়নে
কবিতা লেখে কবি গণে।
কবিদের ভাবনায় জীবন যেন
মূর্ত চলমান এক কবিতা,
খাতার পাতায় কলমের ছোঁয়ায়
অঙ্কিত হয় সবই তা।
কবিতা ঘোচায় মনের দুঃখ
কবিতা জাগায় আশা,
কবিতার রন্ধে রন্ধে লুকিয়ে থাকে
মনের সুপ্ত ভালবাসা।
বিশ্বজুড়ে পালিত কবিতা দিবস
পালন করবো মোরা,
কবিতার আত্মপ্রকাশ কবিতা পাঠ
কবিতার বিশ্বে ঘোরা।
ভালোবেসে প্রতিদিন তাই
কবিতা লিখে যাই,
আপন করে কবিতাকে ভালবেসে
অন্তরে সুখ পাই।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। বর্তমানে হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা। সাহিত্যের প্রতি অনুরাগ আমার ছোট বেলা থেকে। কবিতা লিখতে ও পড়তে খুব ভালবাসি।নিত্য দিনের সংসারের কাজের ফাঁকে ফাঁকে
কবিতা লিখি।আমি একজন সাধারণ গৃহবধূ।