কয়েকটি শুকনো পাতার মতো
-অভিজিৎ হালদার
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
সত্য নয়তো সমস্ত পথ
অজানা কে জানতে কিছু মিথ্যার মুখোমুখী
ঝরে যাওয়া পাতা নতুন গাছের জন্ম দেয়
তেমনি কয়েকটি শুকনো পাতার মতো গতিশীল এ জীবন
পৃথিবী গতিশীল জীবন গতিশীল তবুও সত্য চিরকাল স্থির।
ভুলে ভরা পৃথিবী
অজস্র জন্ম নাটকের চরিত্রে অভিনয় করার মতো
কিছুটা কাল্পনিক কিছুটা বাস্তব
তবুও কাল্পনিক কিছু অমূল্য সম্পদ।
কয়েকটি শুকনো পাতায় যদি খ্যাতিমান ব্যাক্তিদের নাম লেখা হতো
তবে আমার নাম সর্বশেষে থাকতো।
হৃদয়ের পথ দিয়ে যতদূর এগিয়ে যাওয়া যায়
ততটাই এগিয়ে যাওয়াই ভালো
মানুষকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে দূরে থাকায় শ্রেয়।
এক পেনিসিলিন পথ আবিষ্কার করা কঠিন
তবুও জীবন বাস্তব , বেঁচে থাকা আমৃত্যু তপস্যা।
চেনা যাবে সমস্ত কিছুই , চিনে নিতে হবে
লোকসানের ধর্ম তো ক্ষয়ে যাওয়া
তেমনি কয়েকটি শুকনো পাতা শুধু পাতা নয় !
জীবন ডায়েরির জীবন্ত পাতা।।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
লেখক পরিচিতি-
লেখক – অভিজিৎ হালদার, জন্ম – ১ লা সেপ্টেম্বর ২০০১, জন্মস্থান – মোবারকপুর, পিতা- কার্ত্তিক হালদার, মাতা- আরতি হালদার
জেলা – নদীয়া, রাজ্য – পশ্চিমবঙ্গ। শিক্ষাজীবন: – প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ে , মাধ্যমিক শিক্ষা – ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। **লেখক বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল অনার্সের ছাত্র। বই – ‘প্রথম আলো (২০২১) *** লেখক বিভিন্ন ধরনের লেখালেখি করে থাকে মূলত তিনি কবিতা, ছোট গল্প, বড়ো গল্প, নাট্যগল্প , এছাড়াও মাঝে মধ্যে উপন্যাস লেখার চেষ্টা করে। বিভিন্ন পএ পত্রিকার লেখালেখি করে। কবিতার পাতা একটি খুবই ভালো প্লাটফর্ম লেখকের মনোভাবে।