বিড়ি নেশা
-দিপেন্দ্র নাথ রায়
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
একটা ভুলে বিড়ি হাতে
মুখে দিলাম টান,
নিত্য দিনে সঙ্গী হয়ে
বাঁচায় আমার প্রাণ।
বিড়ির ধুমা এতো প্রিয়ও
যখন করি পান,
সর্ব দুঃখ ভুলে ফেলি
ফিরে পাই যে জান।
বিড়ি নেশা বড়ো নেশা
মন যে খেতে চান,
নেশার জ্বালায় বিড়ি খুঁজি
করি নেশার ভান।
জীবন ধ্বংস নেশা করে
গায় যে সুখের গান
ভিতর পুড়ে দুঃখ পেলে
ভুলে অভিমান।
বিড়ি ধুমা সবার প্রিয়
ছোটো বড়ো খায়
পাঁচ টাকা বিড়ি কিনে
কি যে সুখ পায়?
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত :
দিপেন্দ্র নাথ রায় ১৪ই জানুয়ারি ২০০৩ সালে। বাংলাদেশের রংপুর বিভাগে,নীলফামারী জেলা, জলঢাকা থানা, তালুক গোলনা(দলবাড়ী পাড়া) গ্রামের এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে আমার জন্ম। ডাক নামঃ দিপু। পিতা অমল চন্দ্র রায় এবং মাতা সুন্দরী রাণী রায়। আমার পেশা – ছাত্র। কবিতা লেখা-লেখি ক্লাস ইন্টারমেড়িয়েট থেকে। প্রথম কবিতা *সকাল* থেকে শুরু এবং আলোকিত সকাল ( সাহিত্য পাতা ) পত্রিকায় কবিতাটি প্রকাশ পায়। তবে বিভিন্ন গ্রুপে কবিতা পোষ্ট করি। মূলত শখের বসেই কবিতা লেখি। যা প্রকৃতি ভালোবাসা আমাকে মুগ্ধ করে এবং বাস্তব জীবন কাহিনী তুলে ধরা চেষ্টা করি।
বিঃদ্রঃ-স্বনামধন্য গুণী কবিদের কাছ থেকে ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি।�