ব্যস্ত জীবনে আকাশ ছোঁয়া স্বপ্ন

-ইন্দিরা দত্ত

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

আজ ব্যস্ততার পাতায় বন্দি আকাশ ছোঁয়া স্বপ্ন,

ছুটছে জীবন ব্যস্ততাতে তাতেই আমি মগ্ন।

দিই সাজিয়ে স্বপ্নগুলো শুধুই করি যত্ন,

একদিন নিশ্চয় পাব খুঁজে, আমার সকল রত্ন।

সবার সেরা হব আমি ইচ্ছেডানা মেলে,

মেঘের ভেলায় চাপবো আমি ওই আকাশে গেলে।

বুকের ভিতর জমা আছে যতই সুপ্ত কলি,

বুঝতে পারি যেমন করে গুনগুন করে অলি।

বাসনা আজ হবেই পূরণ দিনগুলো যাই গুনে,

সফলতার সিঁড়ি বেয়ে স্বপ্ন দেব বুনে।

ক্লান্ত যদি হই কখনো ব্যস্ততার ওই ভিড়ে!

পানসি বেয়ে পৌঁছে যাব ভালবাসার নীড়ে।

আকাশ কুসুম কল্পনারা বেড়ায় ভেসে ভেসে,

আকাশছোঁয়া স্বপ্নগুলো দাঁড়ায় কাছে এসে।

আবেগ আবেশ মান অভিমান সবই নিজের সঙ্গে,

স্বপ্নগুলো থাকুক বেঁচে দিই ভরিয়ে অঙ্গে।

রামধনুর সাতটি রঙে আঁকবো আমি ছবি,

স্বপ্ন মাঝে দেখবো আমি প্রভাতের ওই রবি।

ব্যস্ত জীবন থাকুক মনে অনুরাগের প্রীতি,

বন্ধু যদি সাথে থাকে গাইবো প্রেমের গীতি।

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

নাম- ইন্দিরা দত্ত, পিতার নাম -ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস, মাতার নাম – বীণাপানি বিশ্বাস, স্বামীর নাম – উৎপল দত্ত। আমি একজন গৃহশিক্ষিকা। নাচ গান আবৃত্তি ও বাগান করা আমার নেশা। এছাড়া কবিতা গল্প উপন্যাস পড়তে আমার ভীষণ ভালো লাগে।। সময় কাটানোর জন্য নিজেও লিখি। কতটা সাফল্য এসেছে আপনারা বলতে পারবেন।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*