প্রতিবাদে গর্জে ও’ঠো

-পুষ্পিকা সমাদ্দার

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

প্রতিবাদে গর্জে ও’ঠো ত্রাসে

থেকো না ঘরের কোণে,

অন‍্যায় অত‍্যাচারে লুন্ঠিত হয়ে

মৌন‍্য কেন তুমি মনে মনে?

উৎপীড়নতায় নীরবতা যে

মূর্খতার পরিচয়,

সংগ্রামের করে এগিয়ে গেলে

জীবনে আসবে জয়।

শাসকেরা শোষণ করতে

উদ্ধত যুগান্তর কাল,

অবিরাম অব‍্যাহত এই

নিয়মের বেড়াজাল।

ছলচাতুরী চটুরতা সমাজের

মানো ঘৃণ্য অপরাধ,

এতে নিমজ্জিত করলে

পূরণ হবে কী মনের স্বাধ!

নীতিবাক‍্য আওড়ানো সমাজে

কতক মানুষের কাজ,

গিরগিটির সম রঙ বদলে

নেই কো তাদের লাজ।

স্বার্থপরতা পরিত‍্যাগ করে

মানবিকতায় ফিরে এসো,

মনুষ‍্যত্ব না ভুলে মানুষকে

সদাই ভালোবাসো।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

কবি পরিচিতি–

আমি পুষ্পিকা সমাদ্দার কলকাতা নাকতলা অঞ্চলে বাসস্থান, অবশ‍্য গৃহবধূ ছেলেবেলা কেটেছে উত্তরবঙ্গে ডুয়ার্সে,লেখাপড়া সমস্তটা কেটেছে উত্তরবঙ্গে বিবাহসূত্রে কলকাতায় ১৪ বছর অতিবাহিত হলো। সাহিত্য ভীষণ ভালোবাসি তাই মাঝে মধ‍্যে কলম হাতে নিজের মনের কথা ছন্দে দ্বারা প্রকাশ করি, কবিতা পড়তে গান শুনতে ও গাইতে পছন্দ করি। একটি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে বর্তমানে যুক্ত আছি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*