মায়ের মমতা

-সঞ্জয় টুডু

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

তুমিই আমার প্রথম আলো

তুমিই আমার প্রাণ,

বিশ্ব মাঝে নেই তো মাগো

তোমার মতো ত্রাণ।।

খেলাধুলা ও আদর যত্নে

ভরিয়ে দিলে মায়ায়,

হাসতে হাসতে বেড়ে ওঠি

তোমার ছত্রছায়ায়।।

শত কষ্টের মাঝেও তুমি

সংসার চালিয়ে যাও,

অন্ন ছাড়াও কত শিক্ষা

আমায় দিয়ে দাও।।

জ্ঞান-বিদ্যায় মোড়ে দিলে

মোর হৃদয় জুড়ে,

পাই নি কোথাও এত মমতা

গোটা দুনিয়া ঘুরে।।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি ঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। বাড়ি থেকেই কর্মক্ষেত্রে যাতায়াত।বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত ও ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত, আমার প্রথম কবিতার নাম ‘নীরব বৃক্ষ’।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*