চিত্তের ক্ষয়

-কাজী খলিলুর রহমান

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কচি পল্লব যৌবন পেয়ে ও

হলুদ বর্ণে বার্ধক্যে যায় ঝরে ,

মর মর শব্দে বিলীন হয়ে ও

মৃত্তিকা সোঁদা গন্ধ লয় ভরে ।

প্রস্ফুটিত গোলাপের পাপড়ি

সুরভী ছড়ায় চৌদিকে মোহময় ,

গর্ভে ধারণ করে হাজার কড়ি

উষ্ণ আলিঙ্গনে প্রকৃতির মায়ায় ।

আজ রাজার বেশে কাল প্রজা

জেন তেনো ভাবে দেই সাজা ,

মায়ার পৃথিবীতে রবনা চিরদিন

হবেই একদিন নিশ্চয়ই বিলীন ।

আমি কার কেবা তোমার বল

কার লাগি করো হাজার ছল ,

ক্ষয়িত জীবন কভু যায়না সুখে

অবশেষে দোষ হয় কপাল দুখে ।

মানুষে মানুষে কেন ভেদাভেদ

কিসের নেশায় ঘটায় বিচ্ছেদ ,

সঞ্চিত ধনরাশি সম্মানের লয়

তবু একদিন হবেই চিত্তের ক্ষয়

দিগন্তে আলোর রশ্মি প্রলম্বিত

আঁধার মাড়িয়ে হয়েছে উদ্ভাসিত

হঠাৎ মৃত্যু দূত আসায় বিস্মিত

নতুনের আগমনে হই বিগলিত ।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

কাজী মুহাম্মদ খলিলুর রহমান, সাং ও পোস্টঃ- মাটশিয়া, ঝিকরগাছা যশোর 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*