কল্লোলিত কোলকাতা

-অমর দাস

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

তুমি তো মোর তিলোত্তমা কোলকাতা।

তুমি বহু মানুষের স্বপ্নের কোলকাতা।

রাতের স্বপ্নীল তুমি কোলকাতা সুন্দরী।

কত স্বপ্ন ঘুরছে দেখো তব হাত ধরি।

তুমি যবে গভীর রাতে স্তব্ধ হয়ে যাও,

আশায় ভরা স্বপ্ন গুলি আঁধারে ভাসাও।

বুকভরা স্বপ্নগুলো কোলকাতা ঘিরে।

কোলকাতায় পাবো পথ বাঁচার তরে।

হেথা আসে কাজে কেহ বা শিক্ষা লাগি।

আশা হয় পূর্ণ কারো আশা যায় ভাঙ্গি।

কেহ বানায় সেথা গগনচুম্বী অট্টালিকা।

গৃহহীনদের জোটে শুধুই যে প্রহেলিকা।

দেখি যে শীতের রাতের কোলকাতাতে,

পথ শিশুরে দেখি কত যে স্বপ্ন বিকোতে।

স্বপ্ননগরীতে কত যৌবন যে আসে যায়,

কোলকাতাতেই রবী ঠাকুরের জন্ম হয়।

একটি চাকরি তরে যুবারা শিক্ষিত হয়।

কোলকাতায় নেই কাজ ভিনরাজ্যে যায়।

কত যুব টলিউডে আসে কত আশা লয়ে,

নিরাশার আঁধারে ডোবে সে ভগ্ন হৃদয়ে।

সফল হয় কেহ,কারো আশা ভেঙ্গে যায়।

কাহারো বা ভাগ্যে জোটে দুর্ণীতির দায়।

মিছিল নগরী দাঁড়ায়ে লয়ে লড়াই বার্তা।

কত আন্দোলনের স্বাক্ষী এ কোলকাতা।

গর্জে ওঠে মানুষ কত গণ আন্দোলনে।

কোলকাতা মুখরিত মানুষের কলতানে।

সুখ দুঃখ হাসি কান্না কোলকাতাতেই রয়।

কোলকাতাটা বিশ্ব মাঝে”সিটি অব জয়”।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

::কবি পরিচিতি::

আমার কবি পরিচিতি:-জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়াতে। ঘটনাচক্রে 1966 সালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে চলে আসা এবং বর্তমানে এখানেই স্থায়ীভাবে বসবাস করা। ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে। কিন্তু আজকের মতো নিজেকে তুলে ধরার মতো কোনো মাধ্যম ছিলোনা। বর্তমানে পারিজাত সাহিত্য পত্রিকা, প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা, ভাবনা, আনন্দলোক,আনন্দমঠ, কোলকাতা সাহিত্যাঙ্গন প্রভৃতি অনেক সাহিত্য পরিবারের নিয়মিত কবিতা লিখি। বিভিন্ন সাহিত্য পরিবার থেকে বহু সাম্মানিক সনদ পেয়েছি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*