কবিতা
-অন্নপূর্ণা দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
তোমার কি কোন দিবসের দরকার হয় কবিতা?
ছোট শিশু ডাকে যখন তখন চাঁদমামা টুক দিয়ে যা,
আবার একটু পড়তে শিখলে ছেলের দল বলে টাপুর টুপুর বৃষ্টি…
প্রেমে পড়লে আপনি ই আসে কবিতা,
মনখারাপ অথবা আনন্দে ছন্দে দোলা মন,
কখনো প্রতিবাদ, মিছিল, মোমবাতি নীরবতার ভাষা,
কালো অক্ষরে ফুটে …….
সেই পৃথিবীর সবচেয়ে বড় কবিতা মহাভারত আজও দেয় শিক্ষা, রাজনীতি, ধর্ম….
আত্মার নিজের সাথে নিজের কথাই চিন্তা আর অন্তরের কথা কখনো, ছন্দে কখনো ছন্দ ছড়া প্রকাশই তো…
তাই নয় কি!
কখনো অন্নদামঙ্গল, চণ্ডালিকা, বনলতা সেন, বিভিন্ন কোরাস….
সব আসনে তুমিই ঠাই পাঠক কিংবা কবি,
ভালবাসি তোমায়…..
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি অন্নপূর্ণা দাস, একজন গৃহবধূ। লেখালেখি করতে ভালোবাসি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার সালকিয়া থাকি।