স্বাধীনতা
-মাই ফেয়ার চৌধুরী
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর,
বজ্র কণ্ঠস্বর।
লক্ষ কোটি শহীদের বিনিময়ে,
পেলাম আপন ঘর।
স্বাধীনতা মানে,
বাংলা বর্ণমালার স্বর।
অগণিত প্রাণের ত্যাগে,
ফসল বঙ্গচর।
পরাধীনতার শিকল ভাঙতে,
বাঙালী বদ্ধপরিকর।
শোষকের রক্ত চোখ,
করিনা মোরা ডর
তুমি বাঙালীর বাতিঘর।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী, মাতা-লায়লা বেগম, পিতা-রমজু চৌধুরী, সি,ডি,এ আবাসিক এলাকা, ডাক-বন্দর,থানা-ডবল মুরিং, আগ্রাবাদ–চট্টগ্রাম . প্রকাশিত একক কাব্যগ্রন্থ, ১) অন্তিম বেলায় রক্তিম আভা (একুশে বইমেলা) ২) আমার অক্ষরে তুমি অক্ষয়(একুশে বইমেলা) ৩) কালো বর্ণমালায় নীল কষ্ট (একুশে বইমেলা) যৌথ কাব্যগ্রন্থ, ১) বাঁধভাঙ্গা ফাগুনের হাতছানি, ২) রক্ত ঝরা অশ্রু ৩) মানচিত্রের বিনিদ্র রজনী ৪) দীর্ঘ অনুভূতি ৫) কর্ণফুলীর কবি ছন্দে তোলের রবি ৬) ভাবনার রং কবির কলমে ৭) কবিতার শহর।