প্রকৃতির প্রাণ স্পন্দন
-বিজয়া মিশ্র
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
সভ্যতা দ্রুত এগিয়ে চলেছে যন্ত্রের অনুষঙ্গে,
যত এগোচ্ছে, পিছোচ্ছে ধরা বদল ঋতুরঙ্গে।
সবুজ পৃথিবী ধুসর এখন লোভের বেনোজলে
ভোগ লালসায় সবুজ ধংস জোরকদমে চলে।
পিছু ফিরে দেখা,ভালো মন্দের অনুতাপ নেই কোন
আশ্রয়হীন বন্যের দল,প্রকৃতি ভারি বিষন্ন।
খরা, বন্যা, ভুমিকম্প, অনাবৃষ্টি ও ধস
যাচ্ছে যাক্,হচ্ছে হোক্ ,আমরা টাকার বস।
সবুজ বিহীন প্রকৃতির ক্রোধে ঘটছে মহামারী
যা ঘটে ঘটুক,বেঁচে তো আছি একা কী করতে পারি?
গ্ৰীনহাউস গ্যাস বেড়েই চলেছে অভাব প্রাণ বায়ুর
ঋতুর প্রভেদ যায়না বোঝা এ যে ধংসের সুর।
প্রজন্মের হাতে বন্ধ্যা পৃথিবী মৃত্যুর পরোয়ানা
আজ ভোগ করে চেঠেপুটে সব,ধূর্ত মানুষ হায়না।
সবুজের যত আর্তনাদ আর শিকড় বিহীন মাটি
তলিয়ে যাচ্ছে নদী বাঁধ ভেঙে সহসা বসতবাটি।
একটু ইচ্ছে, সু অভ্যাস আর প্রচুর বৃক্ষরোপণ
নজরদারি ও সচেতনতায় বাড়বে সবুজায়ন।
প্রকৃতিই সেরা প্রাণ সম্পদ কান পাতো তার বুকে
সুস্থ জীবন চাইলে ,সবুজ-সংহার দাও রুখে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক,জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল থেকে সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।