আয়োজন ফুরিয়ে গেলে
-বিমান বিশ্বাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
আয়োজন ফুরিয়ে গেলে
দূরত্ব মুছে ফেলে
পলাশ রাঙা দিনের নূপুর বাতাসের খামে ভেসে
ভালোবাসা বেঁচে ওঠে অপার সৌন্দর্যে
নীলাকাশে ঝকঝকে রোদের কণা অক্ষয় পদচিহ্ন এঁকে
নিরালায় বয়ে চলে আগের মতন..
মুহূর্তরা ছোট হলে
প্রাপ্তির খুনসুটি জীবন্ত হয় উৎসব শেষে
ঝরে গেলে সে;
অপেক্ষার প্রহর গুনে ক্ষয়ে যায় চোখের কর্ণিয়া
অবশেষে…
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
বিমান বিশ্বাস।থাকি কোলকাতার উপকন্ঠে ব্যারাকপুর মহকুমার অন্তর্গত সোদপুরে। পাঠকের ভালোবাসাই লেখার অনুপ্রেরণা।