হও হুঁশিয়ার

-মোঃ জাবের মীর

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

আমি কালো তুমি আলো,

তোমাকে লাগে চমৎকার!

আমিও মানুষ তোমার নেই হুশ,

বলো গলত কার?

তোমার বড় বাড়ি আছে গাড়ি,

চকচকে রঙিন প্রাসাদ।

আমি নগন্য আছে যৎসামান্য,

এতেই আমার স্বাদ।

তোমার ভীষণ দাপট আছে সাপোর্ট,

আরো বাঁধো জোট।

আসো তেড়ে নাও সব কেড়ে,

করে দাও ওলট-পালট।

আমি মজলুম করছো জুলুম,

ভাবছো এটা অধিকার।

ভাঙলে ধৈর্যের বাঁধ হবে ধূলিসাৎ।,

উঠবে গড়ে স্বাধিকার।

ভেবোনা দুর্বল আছে গায়ে বল,

তাই হও হুঁশিয়ার।

যাব যখন ক্ষেপে উঠবে সব কেঁপে,

পাবে না সুযোগ আর।

শুধরে যাও সব ছেড়ে দাও,

যত আছে গর্হিত কাজ।

সম্মান পাবে যত যা চাবে,

ভালোবাসবে সমাজ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ-

কবি মোঃ জাবের মীর, তিনি ২০০০ সালের ৪ মার্চ, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ ছোলায়মান মীর,(শিক্ষক) ও মাতা মোসাঃ হোসনেয়ারা বেগম। তিনি বর্তমানে ফাযিলে এবং (সমাজবিজ্ঞান) বিভাগ নিয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে অধ্যায়নরত আছেন।

ছোট বেলা থেকেই তিনি খুবই সাহিত্যানুরাগী। ইতিমধ্যে তার পাঁচটি যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি অনলাইনে ভারতীয় সাহিত্য গ্রুপের একটি বিশেষ কবিতা প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়ে (কবিরত্ন) উপাধিতে ভূষিত হন ও ক্রেস্ট অর্জন করেন। এছাড়াও তিনি অনলাইনে বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে বেশকিছু সম্মাননা অর্জন করেছেন এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হচ্ছে। বর্তমানে তার লেখালেখি অব্যাহত রয়েছে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*