জাগো হে যুবক
-বিপ্লব শামীম
∞∞∞∞∞∞∞∞∞
হে যুবক,
ভাবছো তুমি কি?
কর্মক্ষম মানুষের গ্রাফে
চূড়াতেই আছো তুমি!
তুমি তো দূর্বার
কে আছে তোমায় রুখবে?
অদম্য সাহসিকতায় তুমি
শুধুই সম্মুখ পানেই ছুঁটবে!
তুমি নিজ বলেই বলিয়ান
নির্ভরতা তোমার বেমানান,
তুমি কাজকে করো সম্মান
তুমিই তো একটি প্রতিষ্ঠান!
তুমি তো হারবার নও
পার শুধুই হারাবার!
অযাচিত জঞ্জাল উপরাতে
তোমাকে এগোতেই হবে বারবার!
টইটুম্বুর তোমার যৌবন
তুমি একনিষ্ঠ দৃঢ়চেতা,
বিনাশ তোমাকে করতেই হবে
যতসব বিশৃঙ্খলতা!
তুমি তো পথ ভুলবার নও
কেন তুমি পথ হারাবে?
পথ যদি খুঁজে না পাও
তবে নতুন করে তা গড়বে!
প্রতিকূলতা, বাধা, বিপত্তি
জীবনেরই অংশ,
হতাশা ও আফসোস
জীবনকে করে ধ্বংস!
যুবক তুমি কে?
কি তোমার পরিচয়?
অন্যের পরিচয়ে কৃতিত্ব নেই
তাই কাজে লাগাও সময়!
তোমার ধমনীতে প্রবাহমান
টগবগে তেজোদৃপ্ত রক্ত,
জাগো হে যুবক, নামো কর্মে
হোক তা যতোই কষ্ট!
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।
ধন্যবাদ।
, অসাধারণ হয়েছে স্যার, সত্যিই খুব মুগ্ধ হলাম।