সুখ বিজনে

-কাজী সেলিনা মমতাজ শেলী

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

সন্ধ্যা তারা তুমি সাঁঝের প্রদীপ, নীরব সুখ বিজনে,

সন্ধ্যা হলে জোনাকিরা আসে আলো দিতে নির্জনে।

সন্ধ্যা গোধূলি ঘন আবিরের রেখা যেন গগন স্বপনে,

আকাশে জোছনা বিছানো, নিশিথে আলোর জোয়ার।

আকাশে নীল, যেন হৃদয় ভরেছে আজি তারা তোমার,

আকাশে নীল জোছনা,তারার গল্প শুনতে চাই বারবার।

চাঁদ নীল, জোছনা ছড়ায় যেন সে আকাশের কবি,

চাঁদ তারাকে বলছে আজ এঁকে দেব জোছনার ছবি।

চাঁদ গল্প করেছে তারার সাথে, ভালো লাগে ওই রবি,

অনির্বাণ বাসনা এ মিথ্যাকে একদিন দেবে বিসর্জন।

অনির্বাণ বাসনা সত্য, সেই সত্য জীবনের প্রয়োজন,

অনির্বাণ বাসনা সত্যের করেছে আজ এ আয়োজন।

আঁধার মহিমা কত সুন্দর ওই রাতের কালো ছায়া,

আঁধার মহিমা কত জাগ্রত, হৃদয়ে তার কত মায়া।

আঁধার মহিমায় নির্জনে গল্প লিখেছে বনের পাপিয়া,

কল্পনায় আঁকা, কত সুন্দর আলো ভরা চাঁদের মুখ।

কল্পনায় আঁধার চাঁদের কথা ভেবে অনুভব করে সুখ,

কল্পনায় নিশি আনন্দে ভরেছে বুক, নেই কোনো দুখ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

পাইকগাছা খুলনা বাংলাদেশ

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*