অনুধাবন

-মানস দেব

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবিতা লেখাটা যেন নেশায় পেয়েছে ।

কি যে লিখি ছাই , নিজেও বুঝিনা ।

তবে , যেদিন আর লিখবো না

বুঝবে কবিতার সঙ্গে আড়ি হয়েছে ।

আর এজন্য তুমি – ই দায়ী ।

যেদিন মোবাইলের রিংটোনটা বেজে গেলেও আর ধরবো না ;

বুঝবে , মনের ভেতর পুঞ্জিভূত ক্ষোভ

ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে ।

যেদিন ম্যাসেজের কোন রিপ্লাই দেবো না

বুঝবে , তুমি এখন ঘৃণার জগতে ।

তবু , কবিতা লিখতে চাইবো ।

আমার মনের জগৎ জুড়ে যে

কেবল কবিতার- ই চাষ ।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । কর্মসূত্রে রায়গঞ্জ নিবাসী । প্রথম গ্রন্থ ” অনুভব “।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*