শৈশব কাল
-সঞ্জয় টুডু
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
এই তো কেবল চলতে শেখা,
বয়স হল শিক্ষার।
বিদ্যালয়ে যেতেই হবে,
লেখাপড়া খুব দরকার।।
পিতা মাতার হাত আঁকড়ে ধরেই,
ছাত্রজীবন শুরু।
নতুন নতুন বন্ধু কত,
আছে কত শিক্ষাগুরু।।
যেই না হলাম একটু বড়,
হরেক রকম স্বপ্ন।
সারাদিন টাই ব্যস্ত রাখে,
পড়াশোনাতেই মগ্ন।।
প্রতিনিয়ত এগিয়ে যাওয়া,
জ্ঞানের আলো বিকাশ হয়ে।
বোধ বুদ্ধি গড়ে ওঠে,
সমাজ সংস্কৃতির মধ্যে দিয়ে।।
চলার পথের বাধা বিপত্তি,
আর করি না ভয়।
ন্যায় নিষ্ঠার কঠোর পরিশ্রমে,
করব মোরা জয়।।
যে যেখানেই যাই না কেন,
থাকবেই মনে টান।
ছেলেবেলার স্মৃতিগুলো সব,
বইছে, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান।।
অন্তহীন জীবন ধারার,
স্মৃতির কোণায় গাঁথা, অতিবাহিত সাল।
শ্রেষ্ঠ সময় ঐযে আছে,
খুশিতে ভরা শৈশব কাল।।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত ও বিভিন্ন বিষয়ে লেখা লেখি করা হয়। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম’নীরব বৃক্ষ’।