নাম রাখতে চাইনি কবিতার
-অভিজিৎ হালদার
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
শুকনো পাতার অতীত’গুলো ভাসছে দু’নয়নে।
দহনের দিনে বৃষ্টির মেঘকে কিনে ভাবছি কত…
কয়েকটি দুঃখের দিন পরপর নেমে আসলে
শিল্পীর চিত্রে দেখা যায় হেঁটে গেছে মৃত যাযাবর’গুলো।
আমার পরে কে লিখবে কবিতা !
গতি হারানো নদীর স্রোতে কে ভাসবে একা !
পোড়া মাটির শহরের পথ ধরে হেঁটে যাবে কে একা !
কিংবা হারিয়ে যাওয়া গানের সুরে সঙ্গ দেবে কে একা !
লাল পেপারের বই ছিন্নপত্র পড়বে কে !
বিবশ হয়ে যাওয়া সময়ের ঋণ কে করবে পরিশোধ !
সমস্তটাই আমি যেন একা।
এক তীব্র দাবির আন্দোলনে
রেললাইনের প্রতিটি পাথরের পাঁজর
মৃত্যুর পথ ধরে এগিয়ে জীবিত হয়
যেমনভাবে জীবিত হয় শিরোনামহীন কবিতা
তেমন।
নাম রাখতে চাইনি কবিতার
লেখা হয়নি বিচ্ছেদ বিরহ ভালোবাসার কবিতা !
মরু সাগরের বুকে বিষণ্ণ জমাট বাঁধা লোহা
পুড়ে গেছে হৃদয়ের শত শত চুল্লিতে আজ।।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
লেখক পরিচিতি:-
জন্মস্থান:- মোবারকপুর , নদীয়া জেলা। জন্মতারিখ:- ১লা সেপ্টেম্বর ২০০১ পিতা – কার্ত্তিক হালদার , মাতা- আরতি হালদার শিক্ষাজীবন: – প্রাথমিক শিক্ষা- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ে , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা – ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল অনার্সের ছাত্র।
লেখালেখির সূএপাত:- স্কুল জীবন থেকে লেখালেখির সূএপাত এবং বর্তমানে লেখালেখি চলছে বিভিন্ন পএ পত্রিকা ও অনলাইন ওয়েবসাইট, ব্লগসাইট , ফেসবুক পেজ , সাহিত্যের অনলাইন প্লাটফর্ম ও অন্যান্য মুদ্রিত সংস্করণে।
বই :- “প্রথম আলো”(২০২১)