সব থেকেও নেই

-শিবানী সাহা

∞∞∞∞∞∞∞∞∞∞

ভালোবাসার সংজ্ঞাটা আজ বদলে গেছে,

প্রয়োজন ছাড়া আজকাল আর

কেউ কাউকে ভালবাসে না।

ভালোবাসা চলছে শুধু অর্থের লেনদেনের উপরে

নিঃস্বার্থ ভালোবাসা চোখেই পরেনা।

একা একাই পথ চলতে হয়,

কেউ কারো জন্য আর ব্যাকুল হয় না।

আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব

সকলের মধ্যে আজ মেকি ভালোবাসা।

নিজের স্বার্থ হাসিলে অপরকে ভালোবাসে

স্বার্থ ফুরিয়ে গেলে অপরিচিত হয়ে যায় শেষে,

কৃতজ্ঞতা বোধটুকুও থাকেনা অন্তরে।

সৌজন্যবোধটুকু হারিয়ে ফেলছে দিনে দিনে

পথে ঘাটে শুধু জন সমুদ্রের ঢেউ

জীবনটা যেন তারি মাঝে ভাসমান।

চলতে চলতে থমকে যায় কোন এক সময়,

সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন কিছুই নেই,

চারিধারে শুধু নেই নেই আর হাহাকার।

জীবনটাকে এগিয়ে নিয়ে চলা প্রয়োজনের তাগিদে,

জীবন জীবনের জন্য সে কথা যাই ভুলে।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:-

আমার নাম শিবানী সাহা। আমি একজন সামান্য গৃহবধূ। হুগলি জেলার কোন্নগরে বাস করি।কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। কবিতার প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকে। সংসারের কাজের ফাঁকে ফাঁকে ভালোবেসে কবিতা লিখি। আমার অবসর সময় কবিতা নিয়েই কেটে যায়। কবিতাই আমার বাঁচার আশা, এগিয়ে যাবার অনুপ্রেরণা।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*