নতুন বর্ষ

-বিজন বেপারী

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

এইতো সেদিন এসেছিলে

দারুন সময় শেষ!

তোমায় যেতে চাই না দিতে

ভালোবাসার রেশ।

অনেক খুশি মনে পুশি

জীবন জুড়ে ছিলে,

ছয়টি ঋতু একটা বছর

কাটলো সবে মিলে।

জানিনা কোন আগমনী

আসছে জীবন জুড়ে,

পাহাড়-পর্বত দেশ-বিদেশে

থাকবো অচিনপুরে।

নতুন বর্ষ নতুন রবি

ভূবন করে আলো,

পিছনের সব দুঃখ ব্যথা

ভুলিয়ে সব কালো।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতিঃ

কবি বিজন বেপারী বরিশাল বিভাগের ঝালকাঠি সদর উপজেলার ডুমরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই তাঁর লেখালেখিতে হাতেখড়ি। ইতোমধ্যে তাঁর কবিতা-ছড়া দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। তাঁর ছড়া-কবিতা দৈনিক প্রথম আলো, সমকাল, যায়যায়দিন, ভোরের কাগজ, প্রতিদিনের সংবাদ, দূরযাত্রা, গাউছিয়া সহ দেশ-বিদেশের ১০০ এর বেশি পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ২০টি এবং “মায়ের খোকা” নামে একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসন থেকে ‘সাহিত্য সম্মাননা-২০২২’ পদকে ভূষিত হয়েছেন। তাছাড়া ‘মুক্তবুলি সেরা লেখক সম্মাননা -২০২০’ পেয়েছেন বরিশাল থেকে।বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তাঁর সম্পাদিত কাব্যগ্রন্থের নাম ‘যাপিত জীবনের কাব্যকথা’ এবং ‘কবিতার জলছাপ’ ।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*