ব্যস্ততায় বন্দি আকাশ ছোঁয়া স্বপ্ন

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

বাস্তব বড়ো কঠিন আকাশ ছোঁয়া ভাবনা মনে,

জীবনের চলার পথে কত বাধা বিপত্তি আসে,

তবুও থেমে নেই কিছু চলছে নির্দিষ্ট গতিতে,

ব্যস্ততার মাঝে সবকিছু মানিয়ে চলাই জীবন।

কত স্বপ্ন কত ভাবনা এই নিয়ে বাঁচার কল্পনা,

কোথায় গন্তব্য স্থল নেই তার কোন ঠিকানার সন্ধান।

বাঁচা বড় দুর্বিসহ জীবন চড়াই উৎরাই ব্যস্ততায় ,

জীবন সংগ্রাম ব্যস্ততায় সব ভুলে অবশেষে ঘরেই বন্দি।

সবার স্বপ্ন বড় হওয়ার এদিক ওদিক তাকায়,

সফলতা আসে না সবার তবুও চলছে অবিরাম।

বাস্তবকে মেনে নিতে হবে এটাই তো মানুষের পরিচয়,

নিজেকে প্রতিষ্ঠিত করতে বাধা অতিক্রম করে চলা।

ব্যস্ত জীবনে একটা সময় তো দায়িত্ব ভার নিতে,

যা চায় সবাই কি তা পায় তবুও চেষ্টা প্রতিষ্ঠিত হতে।

নিজের মতো জীবন গড়তে ছুটছে তো ছুটছে,

বাস্তবে অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে আসা জীবন বাজি রেখে।

সবাই কি সামলে নিতে পারে গতিশীল জীবন ধারায়,

পরিস্থিতির হালচাল দেখে চলা ব্যস্ততম জীবনে।

ব্যস্ততার পাতায় বন্দি আকাশ ছোঁয়া স্বপ্ন সেটাই বয়ে বেড়াই।

বাস্তবতা বড় কঠিন জীবন তাই তো বাস্তবকেই মেনে নিতে হয়।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

শান্তি দাস, এম এ (এডুকেশন), বিষয় শিক্ষিকা শিক্ষা বিজ্ঞান, সরকারি বিদ্যালয়, আগরতলা খোয়াই, জাম্বুরা খোয়াই।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*