চৈতি চাঁদ
-পুষ্পিকা সমাদ্দার
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
চৈতি চাঁদ আবেগী মন
বিষণ্ণতা নিয়েছে বিদায়,
নিস্তব্ধ পরিবেশে দূর গগনে
চাঁদ যেন সুখ সাগরে ধায়।
নিঝুমতা কল্পনায় আঁকি
ত্রিযামায় বেহাগের সুর,
পূর্ণ শশী সুদূরে মেঘের কোলে
দর্শনে হরষে ভরপুর।
ক্লান্ত কায়ায় প্রকৃতি যেন
তার আনন তুলে চায়,
বিভাবরীর সমস্ত আঁধার
চন্দ্রিমার তরেই যায়।
চৈতি দিবস তপন তেজে
অগ্নিবাণ বিচ্ছুরিত,
মৃদুমন্দ দখিনা বাতাসে রজনী
মখমলে আলোয় প্রীত।
মেঘমুক্ত আকাশে তারার সনে
চৈতালির চাঁদ যেন খেলায় রত,
শত শত আলোক দীপ্তি বিস্তারে
জমকালো রোশনী কত।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি–
আমি পুষ্পিকা সমাদ্দার সামান্য গৃহবধূ, বাসস্থান কলকাতার নাকতলা অঞ্চলে, ছেলেবেলা কেটেছে ডুয়ার্সের মালবাজার নামক একটি ছোট্ট স্থানে লেখাপড়া সমস্ত কিছু সেখানে, দীর্ঘ চৌদ্দ বছর কলকাতায় আছি। ছেলেবেলা থেকে সাহিত্য পছন্দের একটি বিষয় তাই সাহিত্যকে ভালো বেসে কলম হাতে ধরা মনের আবেশে দু-এক কথা লিখতে চেষ্টা করা, তার সনে সঙ্গীতচর্চা করে থাকি ও সমাজসেবা মূলক কাজের সনে যুক্ত আছি।