অনুভূতিতে জমানো ভালোবাসা

-জয়সেন চাকমা

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

তুমি কি শুনছো?

এই আমি বলছি

তোমার প্রেমে পড়া এই আমি

যে প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করে

যে তোমার ভালোবাসা পেতে চাই।

এই যে তুমি কী জানো?

আমার মনটা কেবল তোমাকে চাই

আমার মস্তিষ্কটা শুধু তোমাকে ভাবে,

তুমি তো আমার খুশি থাকার কারণ,

তোমাকে নিয়ে সাজাতে চাই আমার রাজত্ব।

এইসব কথা তুমি না জানলেও

আকাশের চাঁদটি ঠিকই জানে,

প্রতিটি পূর্ণিমা রাত্রে তার সাথে গল্প হয়

মনের অনুভূতির গল্প;

তাই আমি চাঁদকে বলেছি আমার অনুভূতির গল্পগুলো

যে গল্পগুলো তোমাকে নিয়ে।

এই অনুভূতি তোমাকে আগে জানানো হয়নি লুকিয়ে রেখেছিলাম,

আর না লুকিয়ে আজ সাহস করে বলছি

আমি তোমাকেই ভালোবাসি।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি জয়সেন চাকমা, পিতা : সূচী রন্জন চাকমা, মাতা: ফুলবালা ত্রিপুরা, গ্রাম: ব্যাঙমারা (কিরণ কার্বারি পাড়া), উপজেলা : মাটিরাঙ্গা, জেলা: খাগড়াছড়ি, শিক্ষা : এসএসসি পরিক্ষার্থী ২০২৩, বিজ্ঞান গ্রুপ, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। কবিতা লেখা কবির শখ। কবির একক কাব্যগ্রন্থ : রান্যেফুল।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*