শান্তির আওয়াজ

-অমর দাস

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

শান্তি হলো মহান সুখ এই ধরিত্রী মাঝে।

যে শান্তি চাও তুমি সাজাও তেমন সাজে।

মানবের ত্যাগ শান্তি দেয় সবার সংসারে।

ত্যাগ হোক আসল মন্ত্র সবার শান্তি তরে।

পরিবারের বাইরে সমাজে শান্তি যে চাই।

নিঃস্বার্থ ভালোবাসায় শান্তি পাবে ভাই।

বাংলার বাইরে রাজ্যে মোদের এই দেশে,

সেখানেও বাঁচুক মানুষ শান্তির পরিবেশে।

স্বার্থ লাগি আমরা সবাই শান্তি ভুলে যাই।

অন্ধ স্বার্থের তরে পরিবার যে ভেঙে যায়।

দেশ নেতারা স্বার্থের জন্য করে মারামারি,

শান্তির বদলে চলে অশান্তির বারাবারি।

নেতার উস্কানিতে মানুষ পড়ে দাঙ্গা ফাঁদে,

অসহায় মানুষের শান্তিটা ডুকরে কাঁদে।

রাজনীতির দাঙ্গা দেশে অশান্তি ছড়ায়।

শান্তির গনতন্ত্র বিহনে মানুষ যে অসহায়।

দেশ সীমান্তে শত্রুরা করে সদা আক্রমণ।

দেশটা যে হয় ধ্বংস শান্তির বাতাবরণ।

জাপান দেশ ধ্বংস হয় পরমানু বোমায়।

লাখো মানুষের মৃত্যু হয় বেঘোরে সেথায়।

ভাতৃঘাতী যুদ্ধে আফগানিস্তান ইরাকে।

অশান্তির আগুনে মানুষ যে বিপাকে।

প্যালেস্তাইন-ইজরায়েলের যুদ্ধ খেলায়,

কত শত শিশু-মানুষ মারা যায় হেলায় ।

হে মানব শান্তির জন্য জারি রাখো লড়াই,

দীপ্ত কন্ঠে বলো সবে”যুদ্ধ নয়,শান্তি চাই”।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:

নাম:-কবি অমর দাস, ডাঃ শচীন সেন রোড,কাঁঠালপোতা। সৃজনী আবাসন। পোঃ-ঘূর্ণী(কৃষ্ণনগর) শহর-কৃষ্ণনগর। জেলা-নদিয়া।আমার কবি পরিচিতি:-জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়াতে। ঘটনাচক্রে 1966 সালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে চলে আসা এবং বর্তমানে এখানেই স্থায়ীভাবে বসবাস করা। ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে। কিন্তু আজকের মতো নিজেকে তুলে ধরার মতো কোনো মাধ্যম ছিলোনা। বর্তমানে পারিজাত সাহিত্য পত্রিকা, প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা, ভাবনা, আনন্দলোক,আনন্দমঠ, কোলকাতা সাহিত্যাঙ্গন কুসুম সাহিত্য পরিবার,দেশ পত্রিকা(অনলাইন) প্রভৃতি অনেক সাহিত্য পরিবারের নিয়মিত কবিতা লিখি। বিভিন্ন সাহিত্য পরিবার থেকে বহু সাম্মানিক সনদ পেয়েছি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*