লাল মিয়া
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
লাল মিয়া লাল নয়
সে শুধু কালো
কালো হলে হবে কি
গুণ তার ভালো।
লেখা পড়া শিখে নাই
সবাই বলে মুর্খ
পথে ঘাটে কারো সাথে
করে নাকো তর্ক।
দুখী জনের বিপদে সে
সবার আগে ছুটে
নিজের স্বার্থ না দেখে
পরের জন্য খাটে।
তার কাজে পাড়া পড়শির
ভরে উঠে হিয়া
জন দরদী গরীবের বন্ধু
আমাদের লাল মিয়া।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ) মহাজন পাড়া, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। কবি কবিতার পাতার একজন সদস্য ও নিয়মিত লেখক। কবিতার পাতা আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত হউক কবি মনে প্রাণে আন্তরিকতার সাথে চাই। কবি আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ও ইংরেজি ভাষায় কবিতা লিখেন।