বদলে যাও বদলে দাও

-সিরাজুল ইসলাম মোল্লা

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

প্রতিজন কর আহ্বান, কর পূর্বে বন্দেগী সাধন,

হবে সাধন, আসবে নীতি নৈতিকতার জাগরণ।

যথাযথ সত্য প্রেমে আনো যদি নৈতিকতা বোধ,

মূল বিশ্বাসে নৈতিকতাবোধ করবে অধর্ম রোধ।

সামাজিক অবক্ষয় স্রোতে নিজেকে না ভাসাও,

অন্তরে মনুষত্ববোধক নীতি-নৈতিকতা জাগাও।

অপরাপর কি করে, তা না ভেবে হাঁটে যদি সবে,

সত্য প্রেমে মানবকল্যাণে হবেই পরিবর্তন ভবে।

দেখাদেখির আড়াআড়ির বাড়াবাড়ি গড়ে রীতি,

অনাবশ্যক বিনিময় কর বর্জন হৃদ হতে অনতি।

ভাবনা ছাড়ি একাকী শুরু কর, হবে সুপরিবর্তন,

বদলে যাও, বদলে দাও সার্বিক ঘুনে ধরা ভুবন।

বাড়িয়ে আনতে পার যদি জীবনে তাল মেলাতে,

কেন কমিয়ে আনতে পারবে না নৈতিকতা হতে?

প্রয়োজনে প্রতিযোগিতায় প্রতিযোগী হতে পার,

তবে কেন ভারসাম্য করণে অগ্রজ হতে না পার?

তুমি ভাবছো, একা তোমা দ্বারা কিবা হতে পারে,

আমিও ভাবছি, আমা দ্বারা কিবা হবে সংসারে।

কে এলো এলোনা, কে হলো হলোনা, নাই ভাবে,

এসো পরিবর্তনে, হবেই, যদি চলি নৈতিকভাবে।

নৈতিকতার উপর কিছু নাই, মানব সত্য গড়তে,

নৈতিকতাবোধ জাগ্রত কর বিবেকের দায় হতে।

নৈতিকভাবে প্রতিজনে সমন্বয় শুরু করতে হবে,

অপরাপর ছেড়ে নৈতিক ভাব জাগ্রত রবে তবে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*