জোছনার আলো
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
রাতের আঁধারে চাঁদ এসেছে, বিলাতে জোছনার আলো,
রাতের এ আঁধার মহিমা কত সুন্দর হোক না সে কালো।
আঁধার দুনিয়ায় আলো দিতে এল, নিশিথে নীরব শশী,
ঘুম ভেঙে যেতে পারে ওই বাতাসে বাজে না যেন বাঁশি।
প্রার্থনা পূর্ণ জীবন হোক ধন্য, বিজনে ইচ্ছা বিলাসে,
কালি মাখা আঁধার ছায়া, যেয়ো না আলোর দিবসে।
মলয় এসেছে যেন সিন্ধু পারে একটু পরে সন্ধ্যা নামে,
ঊর্মি মালা থেমে গেল, ধীরে ধীরে সাগরের ধরাধামে।
সোনালি রৌদ্রে, সিন্ধু যেন অপরূপ এক নব নির্মাণ,
সূর্যের আলোতে খুঁজেছে প্রকৃতি, সাধনার অনির্বাণ।
শান্তি যদি থাকে মনে সে যেন আনন্দের এক গতি,
নাইবা এল অধিক সুখ, কি – বা এমন তাতে ক্ষতি।
নিস্তব্দ রৌদ্রতাপে, ক্লান্ত হয়ে আসে যেন সবুজ ঘাস,
গভীর কষ্ট বুকে চেপে, অনায়াসে করে যেন বসবাস।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ