বইয়ের পাতাগুলো ভিষণ আত্মঘাতী
-অশেষ কামাল
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আজ বইয়ের পাতাগুলো কেবল
কাগজ মনে হচ্ছে।
ঝাপসা, ঘোলা কাগজ
দু’ চারটে বর্ণ বিন্যাসে যেমন
বই হয়না, তেমনি নাম ফাটিয়ে
পাণ্ডিত্য অর্জন করা যায় না।
আজ বইয়ের পাতাগুলো কেবল
বর্ণ বিন্যাসে বিবর্ণ লাগছে।
কালো রঙের বর্ণগুলোর সাথে সাথে
সবই ওদের কালো হয়ে গেছে
কোমল প্রাণে উলঙ্গ সুর সুরির পরশ।
জাতি ধ্বংসের নিখুঁত চক্রান্ত আজ
পাঠ্য তালিকায় সাদা কালো বইয়ের পাতায়।
মানব সৃষ্টির চিন্তা দেখে
আমাকে আজ বড্ড ভাবায়।
আমি কি মানুষ? নাকি প্রাণীকুল
বিবর্তন জাতি।
বইয়ের পাতাগুলো ভিষণ আত্মঘাতী।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
রসুলপুর,ঘাটাইল,টাঙ্গাইল। বাংলাদেশ।