ভাঙা গড়ার খেলা
-পুষ্পিকা সমাদ্দার
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
গড়া ভীষণ কঠিন জেনেও
ভাঙতে কি চায় মন,
ভাঙা গড়ার কঠিন খেলায়
তুমি ও কী বিচক্ষণ?
নিত্যদিন কত বস্তু ভাঙছে
অহরহ বটে, কিন্তু
মন ভেঙে খন্ডবিখন্ড
হলে চরম ঘটনা ও ঘটে।
ভাঙবে বলে গড়ি কী কখনো
দমকা হাওয়া এসে ভেঙে নিয়ে যায়,
বেদনায় মন ভারাক্রান্ত সেইক্ষণ
শুধু যে করি হায় হায়!
মনের মাধুরী মিশিয়ে তৈরি
করি খুব যত্ন করে,
আচমকা ছিন্নভিন্ন হলে
সেই তৈরির ক্ষণটা মনে পরে।
মাটির ডিবি ভেঙে কত
কৌশলে মূর্তি গড়া হয়,
মানুষ সে’তো বুদ্ধিমান জীব
ভেঙে ও করে কখনো কখনো
জয়।
ভাঙা গড়ার খেলায় চলছে
এই জীবন সন্তপর্ণে,
ভাঙবো না গড়বো কেবল
এসো করি অঙ্গীকার মনে মনে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি–
আমি পুষ্পিকা সমাদ্দার নাকতলা নিবাসী,সাহিত্য ভালোবাসী সেই কারণে কাজের অবসরে কলম হাতে ধরি এবং মনের মাধুরী মিশিয়ে কিছু নতুন সৃষ্টি করার চেষ্টায় থাকি, কবিতা গল্প ইত্যাদি পড়তে ভালো লাগে,নানান ভাড়া গড়ার মধ্যে জীবনের এতো বছর অতিক্রম করে আসছি আগামী পথ চলা হয়ত মসৃণ হবে এটাই আশা রাখি।