ছড়া নাচে ছড়া হাসে
-চিত্তরঞ্জন সাহা চিতু
≅≅≅≅≅≅≅≅≅≅≅
ছড়া নাচে তাক ধিনা ধিন
তেড়ে কেটে তাক,
ছড়াগুলো মালা গেঁধে
উড়ে যাবে যাক।
ছড়া বুঝি ছবি অাঁকে
ঘোড়া টিয়ে হাতি,
ছবিগুলো নড়েচড়ে
করে মাতামাতি।
ছড়াগুলি তালে তালে
জুড়ে দেয় গান,
মার সাথে ভালবাসা
ভোলে অভিমান।
ছড়া হাসে হাঁ হাঁ করে
দেখে হাসি পাই,
তাই দেখে খোকাখুকু
হেসে শুধু যাই।
ছড়া বুঝি শ্লোগান
অাগুনটা জ্বলে,
ছড়াতেই প্রান খুলে
সব কথা বলে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
বড় বাজার,চুয়াডাঙ্গা,বাংলাদেশ